প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নবীগঞ্জের ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার উপজেলার সাধারণ ছাত্র-জনতার আয়োজনে শহরের গাজীর টেক পয়েন্টে অবস্থান করে পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান ও পথসভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি মুশাহিদ আলম মুরাদ, মাহবুবুল আলম সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা নাবেদ মিয়া প্রমুখ।
বিকেল ৩টার দিকে শহর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের দিকে যাত্রা করেন এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। ২০ মিনিট পর আন্দোলনকারীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানান নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ। পরে বিকেল ৪টার দিকে ছাত্র-জনতার উদ্দেশে লোডশেডিং ও বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ডিজিএম।
মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, শাহজীবাজার গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার জেনারেশন কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। নবীগঞ্জবাসীকে সর্বোচ্চ বিদ্যুৎসেবা দেওয়ার চেষ্টা করা হবে।
Leave a Reply