চুনারুঘাট প্রতিনিধি ॥ সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের প্রতিষ্ঠিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’র সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ও ব্যক্তিগত সহকারি (পিএস) রুহেল আহমেদ ও ২ খেলোয়ার সহ ৫ জনের বিরুদ্ধে গরুর খামারের মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের ১৫ দিনের পর চুনারুঘাটের সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের আবুল কালাম বাদী হয়ে ৫ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-ঘরগাঁও গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে ব্যারিস্টার সুমনের পিস রুহেল মিয়া (২৭) একই গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে সানু মিয়া (৪৫) ও সানু মিয়ার ছেলে ও
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি’র’ খেলোয়াড় সোয়েম মিয়া (২৩) ও রুহেম মিয়া (২১), এবং রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত আঃ মন্নানের ছেলে মোঃ কাউছার মিয়া (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী কালাম গ্রামে একটি গরুর খামার তৈরি করেন। তিনি দীর্ঘদীন যাবৎ অত্যন্ত সুনামের সাথে সেখানে ব্যবসা বানিজ্য করে আসছেন। উক্ত খামারে আখ এর মেশিন, ধান কুটার রাইছ মিল, ধানের মেশিন ছিল। আওয়ামীলীগ সরকারের আমলে কৃষক কালামের খামারে প্রবেশ করে মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। ঘটনার সময়ে কালাম বাড়ীতে গিয়ে উক্ত ঘটনা দেখে বিবাদীগনকে বাধা দিলে বিবাদীগন তাহাকে প্রাণে হত্যার ভয়ভীতি দেখায়। দুর্বৃত্তদের হাতে থাকা অস্ত্র থাকার কারনে তিনি বিবাদীগনকে আটক করতে পারেন নি। এসময় দুর্বৃত্তরা খামারে মুল্যবান জিনিসপত্র একক্সেভেটার দ্বারা ভাংচুর করে ।
উল্লেখ্য, ঘরগাও গ্রামের রুহেল সাবেক এম পি সায়েদুল হক সুমনের পি এস পদবীর বলে ধরা কে সরাঞ্জান করতো। সে স্থানীয় কতিপয় লুটেরাদের নিয়ে একটি চক্র তৈরী করে চুনারুঘাট উপজেলার কৃষি সম্প্রাসারন দপ্তর সহ পি আই ও অফিসে অন্যায় ভাবে বিভিন্ন সুবিধা আদায় করত। চুনারুঘাট সীমান্ত সহ সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগানের শেডটি সহ বিভিন্ন বালু মহাল থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ আছে। কিন্তুু সাবেক এমপি ব্যারিষ্টার সুমনের কাছে এপিএস এর অপকর্ম ও দূর্নীতির কথা বলার সাহস কারো ছিল না। কারন সাবেক এমপি সাহেব তার পিএস রুহেলের কাছে ছিলেন খুবই দুর্বল। দুর্বলতার কারন কারো জানার সুযোগ হয়নি। অনেকেরই ধারনা সাবেক এমপি সুমনের আশ্কারা আর সমর্থনই রুহেলের সরকারী সম্পদ, সরকারী বরাদ্দ সহ স্থানীয় জন সাধারন মানুষকে নানাভাবে হয়রানি করে অন্যায় লাভে নিজেকে চুনারুঘাটের অধিপতি সেজে বসেছিল। চাকুরী ও বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার আশ্বাস দিয়ে অনেক সুবিধা নেয়ার অভিযোগ আছে।
Leave a Reply