মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদের সাথে মতবিনিময়

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ জালাল আহমদের সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, হবিগঞ্জ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইতোপূর্বে সংগঠনটি হবিগঞ্জের উন্নয়নসহ নানা কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করেছে। তিনি সংগঠনের সুনাম অক্ষুন্ন রেখে হবিগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সকল সাংবাদিকদের আহবান জানান এবং হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন করতে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, টিপু চৌধুরী, নুরুজ্জামান ভুইয়া মামুন, শরীফ চৌধুরী, শাকিল চৌধুরী, এডভোকেট এম এ মজিদ, শ্রীকান্ত গোপ, আশরাফুল ইসলাম কোহিনুর, মুজিবুর রহমান, মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুর রউফ সেলিম, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, জাকারিয়া চৌধুরী, মোঃ কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, মোঃ নায়েব হোসেন, মোশাহেদ আলম, সুকান্ত গোপ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com