শনিবার, ১২ Jul ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

মহাসড়কে তীব্র যানজট,হবিগঞ্জ আসতে আটকা পড়েন শিক্ষা উপদেষ্টা

মহাসড়কে তীব্র যানজট,হবিগঞ্জ আসতে আটকা পড়েন শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে দ্বিতীয় দিনে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট ছিল। সেই যানজট শুক্রবার বেড়ে ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে। ছুটির দিনে আশুগঞ্জ-ভৈরব সড়ক সেতুর উপর থেকে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়।
এদিকে এই যানজটের মধ্যে ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার পথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর গাড়িবহর আটকা পড়ে। এরপর গাড়িবহরটি কিছুক্ষণ ভৈরব উপজেলা পরিষদে অবস্থান করে।
সেখান থেকে গাড়ি বহর পুনরায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার সকাল ১১টায় ভৈরবে টোলপ্লাজা পার হওয়ার পরই ভয়াবহ যানজটের কবলে পড়ে। সবশেষ পুলিশ প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ২টায় উপদেষ্টার গাড়িবহরটি আশুগঞ্জ উপজেলা অংশের ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সক্ষম হয়। বিভিন্ন যানবাহনের চালক ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে তিন ফুট গভীর অসংখ্য গর্তের কারণে ধীরগতিতে চলছে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। কখনও সেগুলো গর্তে আটকে গিয়ে বিকল হয়েও পড়ছে। ফলে যানজট বাড়ছে। এসব জায়গায় যান চলাচলের গতি নামিয়ে আনতে হচ্ছে ঘণ্টায় ১ থেকে ৫ কিলোমিটারে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের গাড়ি বহরটি আশুগঞ্জ উপজেলা এলাকা অতিক্রম করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ভৈরব সেতুর ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য বাস, ট্রাক ও প্রাইভেটকার। অনেক যাত্রী রাত থেকে সকাল পর্যন্ত যানবাহনের মধ্যেই আটকে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বলেন, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামগামী যানগুলোর চলাচল করে অনেকটা ধীরগতিতে। সড়কের খারাপ অবস্থার কারণে যানগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। গত বৃহস্পতিবার দিন-রাত যানজট লেগেই ছিল। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে শুক্রবার সকালে এই যানজট ভয়াবহ রূপ নেয়। ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট লেগে আছে। সড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com