মাধবপুর প্রতিনিধি ॥ বজ্রপাত রোধ ও প্রাণহানি কমাতে মাধবপুর উপজেলায় তালগাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার তেলিয়াপাড়া থেকে সুরমা চা বাগানের আমতলী পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকায় ২৫০টি তালের চারা রোপণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সুরমা চা বাগানের আট নাম্বার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জীবন ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী, তাপস চন্দ্র দেব প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুণর্বাসন সহায়তা খাত হতে দেশী উন্নত জাতের তাল গাছের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপণ করা হবে।
Leave a Reply