নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গের গাঁও গ্রামের নুরজাহান বেগম (৫৩) নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলা প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ নুরজাহান বেগম হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গের পাঁগু গ্রামের সামছুল হকের স্ত্রী। এ ঘটনায় নিখোঁজ মহিলার ছেলে ফজল হক হবিগঞ্জ সদর থানায় গত ২৭ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৮৫৪) করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নুরজাহান বেগম দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন। এর আগেও একাধিকবার কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তবে প্রতিবার নিজে নিজেই বাড়িতে ফিরে আসেন। সর্বশেষ গত ২ জুন দুপুরে নুরজাহান হঠাৎ করেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির করেও নুরজাহান বেগমকে পাওয়া যায়নি। গত ২৭ জুন ফজল হক তার মাকে খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ মহিলার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিখোঁজ মহিলার ব্যাপারে সম্ভাব্যস্থানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Leave a Reply