বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

বাহুবলে টমটম ছিনতাইয়ের ঘটনায় দু’জন গ্রেফতার

বাহুবলে টমটম ছিনতাইয়ের ঘটনায় দু’জন গ্রেফতার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে হাত-পা-মুখ বেঁধে কাসেম আলী নামে এক চালককে হত্যা করে টমটম ছিনতাইয়ের ঘটনায় আল আমিন নামে দু’জনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার ৮ জুলাই সকাল ৯ টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের ভাতকাটিয়া মন্দিরের পাশ থেকে টমটম চালকের লাশ উদ্ধারের পর দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লামাতাশী ইউনিয়নের নন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে আল আমিন মিয়া(২২) ও একই গ্রামের হানিফ উল্লাহ,র ছেলে মোঃ আল আমিন মিয়া(২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ কাশেম আলী(২৭) দীর্ঘদিন ধরে মিরপুর বাজার টু বৈদ্যার বাজার রোডে টমটম গাড়ী চালিয়ে নিজে ও পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন।প্রতিদিনের মতো কাশেম আলী ৭ জুলাইও টমটম চালাতে বের হয়। রাত অনুমান সাড়ে ১১ টার পর কাশেম আলী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকেন।এমন কি আত্মীয় স্বজনের বাড়িতেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।৮ জুলাই সকাল ৯ টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের ভাতকাটিয়া মন্দিরের পাশে কাঁচা রাস্তার উপর স্থানীয় লোকজন হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান।পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এস আই বুলবুল আহমেদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরবর্তীতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লামাতাশী ইউনিয়নের নন্দনপুর এলাকার শফিক মিয়ার ছেলে মোঃ আল আমিন(২২) ও একই এলাকার হানিফ উল্লাহ,র ছেলে আল আমিন(২৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হন।গতকাল বুধবার ৯ জুলাই গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com