স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর মামুন মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ৮ জুলাই মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফকির উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে র্যাব-১১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, চলতি বছরেরর গত ১০ জুন মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদলের অনুসারী কর্মী-সমর্থকরাও ছিলেন। ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নেওয়ার পথে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু ও তার সমর্থকেরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবু ও সমর্থকরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে র্যাব ১১ এর একটি দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল কে গ্রেফতার করা হয়। তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply