বুধবার, ২১ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই মাধবপুরে ভাবি ভাতিজিসহ তিনজনকে হত্যার দায়ে তাহেরের মৃত্যুদন্ড বাংলাদেশেও বন্যা ঘটতে পারে বিশেষজ্ঞদের শঙ্কা উজানে বন্যার প্রতিধ্বনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে দুদকের গণশুনানি শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি গিলাফ চড়ানোর মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ)-এর ওরস শুরু ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেপ্তার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দু’জনের কারাদণ্ড
সেনাবাহিনীর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্য আটক

সেনাবাহিনীর অভিযানে পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনীর অভিযানে চুনারুঘাট ও হবিগঞ্জ সদরসহ বিভিন্ন স্থানে পাসপোর্ট তৈরির দালাল চক্র দলের ৩ জন আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম (৪৯), হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম (৫৫), বড় বহুলার ফরিদ মিয়া (৪৫)। আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যসহ বিপুল সংখ্যক পাসপোর্ট, এনআইডি, বিভিন্ন দেশের ভিসা ছাড়াও সরঞ্জাম উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর) আটককৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বর্তমানে চলমান অভিযানের অংশ হিসেবে ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনস্ত ৩৬০ পদাতিক ব্রিগেডের ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক এ অভিযানে ওই ৩ জনকে আটক করা হয়। ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে অভিযানে মো. সাইদুল ইসলাম নামে একজন পাসপোর্ট তৈরির দালাল চক্রের সদস্যকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে দালাল চক্রের দলের আরও ২ সদস্য ফরিদ এবং সালামকে আটক করে। আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পাসপোর্ট তৈরি, এনআইডি সংশোধনে দালাল চক্র দলের সদস্য হিসেবে কাজ করে। আটককৃত সালামের কাছ থেকে ১৮টি পাসপোর্ট, স্মার্ট কার্ড ৮টি, নরমাল এনআইডি ২১টি,পাসপোর্ট ডেলিভারি স্লিপ ১০টি, এনআইডি কার্ডের ফটোকপি ৪০টি, মেডিকেল রিপোর্ট ১৩টি, ৪২ জনের ৪৯টি ছবিসহ অন্যান্য সরঞ্জাম। সাইদুলের কাছ থেকে ৮টি পাসপোর্ট বই, স্মার্ট কার্ড এনআইডি ১৪টি,নরমাল এনআইডি ১০টা, ভিসা ফটোকপি ৩০টি, অঙ্গিকারনামা ১৮টি,পাসপোর্ট ফটোকপি ১০টি, কোভিড ১৯ এর ফটোকপি ৬টি, বিভিন্ন দেশের ভিসার ফটোকপি ১৯টি, নিয়োগ বিজ্ঞপ্তি ১৩টি, সৌদি আরবের ভিসা ফটোকপি ৭টি, বিমান টিকেট ২০টি, বিভিন্ন প্রকারের ফরম ৪৫টি, মানি রিসিভ ও ভিসা ফটোকপি ১০টি, জন্ম সনদ ২টি। ফরিদ মিয়ার কাছ থেকে এবি ব্যাংক চেক বই একটি,এবি ব্যাংক ভিসা কার্ড একটি, স্মার্ট এনআইডি কার্ড ২টি, চালান ফরম ১৭টি, ডেলিভারি স্লিপ ১০০টি, লেজার বই ১টি, সাপপোর্ট এনআইডি ফটোকপি ১২টি, পুলিশ ক্লিয়ারেন্স ৮টি, পাসপোর্ট তথ্য সংশোধন ফরম ১৭টি, এনআইডি তথ্য সংশোধন ফরম একসেট,কম্পিউটার, প্রিন্টারসহ তাদের কাছে নগদ টাকা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানের লোকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পাসপোর্ট তৈরী, এনআডির বয়স, প্রয়োজন অনুযায়ী বয়স কমানো বাড়ানো যাবতীয় সংশোধ অর্থমের বিনিময় করে আসছে। তাদের সাথে জড়িত রয়েছে সংশ্লিষ্ট থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও পোটপোর্ট অফিসের কর্মকর্তা। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন লোকজনকে নানা দেশে লোভনীয় অফারে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com