মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

লাখাই উপজেলা বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ

লাখাই উপজেলা বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যারা চাঁদাবাজি, ধান্দাবাজি, দলবাজি করে, যারা দলকে ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হবে তারা বিএনপি করতে পারবে না। দলকে ভালোবাসতে হলে দলের নির্দেশ আমাদের মানতে হবে। যারা বেইমান, সব সময়ই বেইমান, যারা বেইমানী করে, সুযোগ পাইলে সে আবারও বেইমানী করবে। তাদের বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, সে যত বড় নেতাই হউক।
তিনি গতকাল রবিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে লাখাই উপজেলা বিএনপি এবং ৬টি ইউনিয়ন, সকল ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জি কে গউছ আরও বলেন- বিএনপি নির্বাচনমুখি দল। আমাদের নির্বাচনী প্রস্তুতি সব সময় ছিল, এখনো আছে। তারপরও নতুন ফরমেটে নির্বাচনী প্রস্তুতি আমাদের শুরু হয়েছে। যারা মাঠে ময়দানে থেকেছে, যারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, রক্তাক্ত হয়েছে, জেল কেটেছে, যারা কোনো প্রলোভনে নিজের ঈমান বিক্রি করে নাই, এই সমস্ত ত্যাগী সাহসী নেতাকর্মীকে সেন্টার কমিটিতে রাখতে হবে।
তিনি বলেন- বিএনপিতে ভাই হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান ছাড়া বিএনপিতে কোনো ভাই নেই। তাই স্লোগান হবে খালেদা জিয়ার, স্লোগান হবে তারেক রহমানের। বিএনপি করতে হলে তারেক রহমানের নির্দেশনা মানতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন কোনো ফেস্টুন হবে না, শো-ডাউন হবে না। তারপরও যারা ফেস্টুন দিচ্ছেন তারা তারেক রহমানের নির্দেশনা অমান্য করছেন। আমি অনুরোধ করব, যে যেখানে ফেস্টুন দিয়েছেন নিজ দায়িত্বে নামিয়ে ফেলুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com