নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (০৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের মান্নান মিয়ার ছেলে মোঃ হাশিম মিয়া (২২) কে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় আসামি।
পৃথক অভিযানে উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লাহ এর পুত্র আফতাব উদ্দিন (৫৮) কে গ্রেফতার করা হয়। সে সিআর মামলা ৫১৮/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply