সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে আ.লীগ নেতা মনজু রায়ের গুদাম থেকে সরকারি সার পাচারকালে আটক ১

আজমিরীগঞ্জে আ.লীগ নেতা মনজু রায়ের গুদাম থেকে সরকারি সার পাচারকালে আটক ১

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সরকারি সারের ডিলারশিপ ব্যবসায়ী মনজু কান্তি রায়ের গুদামঘর থেকে অবৈধভাবে ৫০ বস্তা সার পাচারের সময় এক ব্যক্তি আটক হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল চারটায় পৌরশহরের বাঁশ মহাল ফেরিঘাট এলাকা থেকে সারসহ সুব্রত দাস (২৫) নামে ওই যুবককে আটক করেন উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুব্রত দাসকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও আটককৃত সার জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাবলিক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ। জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বেশি বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে সার পাচারের খবর পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার সুব্রত দাসকে বাঁশমহাল এলাকায় সারসহ আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে অর্থদণ্ড প্রদান ও সার জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে সার পাচারের সময় সুব্রত দাস নামে একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অর্ধ লক্ষাধিক টাকার ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com