মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত

শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে সচেতনতামূলক “নারী সমাবেশ” জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব, জেলা তথ্য অফিসের উপপরিচালক আসাদুজ্জামান কাউছার ও ইকরাম গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মহিলা প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা দেশে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতিসহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের সুরক্ষায় দেশের প্রচলিত আইন এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেন। নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব বলেন, সন্তানকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা সব চেয়ে বেশি। মায়েদের প্রচেষ্টায়ই একটি সন্তান হয়ে উঠতে পারে দেশের সম্পদ, জাতির সম্পদ এবং বিশ্বের সম্পদ। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার উক্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন। তিনি পরিবার থেকে নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক শিক্ষা প্রদানে মায়েদের প্রতি অনুরোধ করেন। তিনি আরও বলেন, নারী বিষয়ক যেকোন অপরাধ থেকে নারীকে দ্রুতরক্ষার জন্য সরকার ১০৯০, ৩৩৩ ও ৯৯৯ মোবাইল সেবা চালু করেছে। যৌতুকের অভিশাপ থেকে নারীর পরিবারকে মুক্তি দিতে হবে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের নারী উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীরা এ রকম অনুষ্ঠান আয়োজন করায় জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে এ রকম আরও অনুষ্ঠানের আয়োজন করে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com