স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় তথ্য গোপন করে স্বাস্থ্য সহকারী পদে চাকুরী করছেন কুলসুমা খাতুন। জানা যায়, ২০১০ সাল হতে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের সঠিক তথ্য গোপন করে এবং জাল জালিয়াতির আশ্রয় নিয়ে চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হয়ে সম্পূর্ণ অবৈধভাবে ৪নং পাইকপাড়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রাপ্ত হয়ে চাকুরী করছেন। কুলসুমা খাতুন চাকুরীতে নিয়োগ প্রাপ্তি হতে নানাবিধ অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হন এবং কুলসুমা খাতুন অবৈধ নিয়োগের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ বেতন ভাতা উত্তোলন করছেন। কুলসুমা খাতুন ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের বাসিন্দা নন। উল্লেখ্য যে, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হতে হলে নিয়োগকৃত ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের বাসিন্দা হতে হয় কিন্তু তিনি চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা হয়েও কিভাবে ৪নং পাইকপাড়া ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পদে চাকুরী করছেন। এ নিয়ে চুনারুঘাটে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে গত ১১ সেপ্টেম্বর হবিগঞ্জের সিভিল সার্জন বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চুনারুঘাটের এক ব্যক্তি।
Leave a Reply