স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পলিথিনের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।
উপজেলার পুরান বাজার, দাউদনগর বাজার ও ড্রাইভার বাজারসহ বিভিন্ন স্থানে প্রচারণাকালে ইউএনও পল্লব হোম দাস বলেন, কেউ যেন পলিথিন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কঠোরভাবে কাজ করা হচ্ছে। সবাই পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানি। এক সময় মানুষ পলিথিন ছাড়া বাজার করেছে। তাই ইচ্ছে করলে এখনও সম্ভব।
তিনি বলেন, ক্রেতারা পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যবসায়ীদের কাছে নির্দেশনা দেয়ার পরও পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুপারশপের পর কাঁচাবাজারেও পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হয়েছে।
Leave a Reply