স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিয়ের তিনদিনের মাথায় সৌদি আরব প্রবাসীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি দিদার আলীসহ তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার (৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। রাতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলো নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে দিদার আলী, একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ ও মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া। এর আগে গত ৬ নভেম্বর এ মামলার অন্যতম আসামি হাবিবুর রহমানকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, গত ২৮ অক্টোবর ইনাতগঞ্জ বাজারে উপজেলার নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী সোহান আহমেদকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। সোহান সৌদি আরব প্রবাসে ছিলেন। এক মাস আগে দেশে ফিরে মারা যাওয়ার তিনদিন আগে তিনি বিয়ে করেন।
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে পাশের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নূরকাছ ও তার লোকজনের সঙ্গে সোহানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আঘাত করতে শুরু করলে সোহান দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আরও ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা সোহানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর মৌজায় অবস্থিত বিধায় এ ঘটনায় গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
Leave a Reply