স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দীপাড়া (বাদাউরি) মহল্লায় রুবিনা আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে এসআই রিয়াজ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
স্বজনরা জানান, গতকাল বিকালে পরিবারের সকলের অগোচরে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন তারা। পরে ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন তারা। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply