মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ব্যবসার আড়ালে নিষিদ্ধ ইয়াবার রমরমা ব্যবসা

আজমিরীগঞ্জে ব্যবসার আড়ালে নিষিদ্ধ ইয়াবার রমরমা ব্যবসা

স্টাফ রিপোর্টার: আজমিরীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী নিজ ব্যবসার আড়ালে নিষিদ্ধ ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন অতি গোপনে। তার নিয়ন্ত্রণে রয়েছে আজমিরীগঞ্জ সহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ইটনার জনতাগঞ্জ বা আমিরগঞ্জ বাজার এলাকার। উক্ত মাদকের রমরমা ব্যবসা করে ওই মাদক ব্যবসায়ী ইতিমধ্যে কোটিপতি বনে গেছেন বলে জানায় স্থানীয়রা। বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চুনুপুটিরা ধরা পড়লেও রাঘববোয়ালরা সবসময়েই থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
স্থানীয় সূত্রে জানা যায়,
কিশোরগঞ্জের ইটনার বাসিন্দা জনৈক মাদক ব্যবসায়ী আজমিরীগঞ্জ বাজারে নিজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিজেকে লোকচক্ষুর আড়ালে আবডালে রেখে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে সর্বদাই রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাইরে। এ ছাড়া বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চুনুপুটিদের আটক করলেও এসব রাঘববোয়ালরা সবসময়েই থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। ওই নিষিদ্ধ ইয়াবা কারবারি কখনও কিশোরগঞ্জ সদর, ভৈরব হবিগঞ্জের মাধবপুর, বাহুবল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবার সিলেট শহরতলি থেকে ব্যাগভর্তি করে যাত্রীবেশে চালান নিয়ে আসে। চাহিদানুযায়ী চালানের একাংশ কিশোরগঞ্জের ইটনার মাদকসেবীদের জন্য ও বাকি অংশ আজমিরীগঞ্জের মাদকাসক্তদের জন্য রেখে দেয়। পরবর্তীতে সাব এজেন্টদের নিকট হস্তান্তর করে। সাব এজেন্টরা সাধারণ ফেরি করে মাদক বিক্রেতাদের হাতে দিয়ে দেয়। বর্তমানে ওই নিষিদ্ধ ইয়াবা কারবারি কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। এ মাদক ব্যবসায়ীর ব্যাপারে এলাকার মাদকসেবী ও সাধারণ লোকজনের মাঝে গুঞ্জন থাকলেও অযথা হয়রানির ভয়ে কেউ মূখ খোলে কিছু বলতে সাহস হচ্ছে না। তাই দুই উপজেলার যুবক ও তরুণদের বিষাক্ত মাদকের ছোঁবল থেকে রক্ষা করতে অচিরেই এসব রাঘববোয়াল মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা না নিলে, এলাকায় চুরি-চামারি সহ সামাজিক অবক্ষয় দেখা দেয়ার আশংখায় রয়েছে এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com