শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
অলস পড়ে আছে ৯ কোটি টাকার প্রকল্প, মিলছে না সুফল

অলস পড়ে আছে ৯ কোটি টাকার প্রকল্প, মিলছে না সুফল

স্টাফ রিপোর্টার ॥ আয়রন দূরীকরণের মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় স্থাপন করা হয়েছিল পৌর পানি সরবরাহ কেন্দ্র। তবে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প কোনো কাজেই আসছে না পৌরবাসীর। প্রায় এক বছর আগে উদ্বোধন করা হলেও, এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি পানি সরবরাহ কেন্দ্রটির। যে কারণে এর সুফল পাচ্ছে না পৌরবাসী। এদিকে কবে এ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সে ব্যাপারেও নিশ্চিত কোনো তথ্য নেই।
২০২৩ সালের ১১ নভেম্বর সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম প্রকল্পটি উদ্বোধন করেন। এরপর থেকে অচল পড়ে আছে এটি। রক্ষণাবেক্ষণের অভাবে ইতোমধ্যে কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হতে বসেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পৌর কর্তৃপক্ষ কাজ করতে গিয়ে অনেক পাইপ নষ্ট করে ফেলেছে। যার জন্য কার্যক্রম শুরু হচ্ছে না। কবে নাগাদ কার্যক্রম শুরু হবে তা বলা যাচ্ছে না। প্রয়োজনের তাগিদে উদ্বোধন করা হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি আছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিপূর্ণ কাজ সমাপ্ত করে দিতে পারেনি তাই এর কার্যক্রম শুরু হয়নি। স্থানীয়রা জানান, এখন পর্যন্ত এটি পৌরবাসীর কোনো কাজে আসছে না। হবিগঞ্জ পৌরসভা সূত্র জানায়, ৩৭টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় ২০১৫ সালের ১৫ জুন থেকে ৯ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে পানি সরবরাহ কেন্দ্রের (লৌহ দূরীকরণ প্রকল্প) কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটি হবিগঞ্জ পৌরসভার তৃতীয় পানি সরবরাহ প্রকল্প। এর নির্মাণকাজ শেষ হয় ২০২৩ সালের ৩০ জুন। এতে ঘণ্টায় ৩৫০ ঘনফুট পানি পরিশোধনের ক্ষমতা রয়েছে। কেন্দ্রটি চালু হলে হবিগঞ্জ পৌরসভার ৭০ শতাংশ এলাকার বাসিন্দারা আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবেন। পৌরসভার প্রকৌশলী আব্দুল কুদ্দুস শামীম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে পাইপলাইন ও ভেতরের অনেক কাজ বাকি এখনও। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে। পৌর কর্তৃপক্ষ কাজ করতে গিয়ে অনেক পাইপ নষ্ট করে ফেলেছে। যার জন্য কার্যক্রম শুরু হচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com