মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৫ আগস্টের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা বেনু মেম্বরের নেতৃত্বে গ্রামবাসীদের হামলা করে কুপিয়ে রক্তাক্ত জকম করেছে। এই হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত আদিল হোসেনের পুত্র আওয়ামী লীগ নেতা বেনু মিয়া তার ২০/২৫ জন দুর্ধর্ষ লোক নিয়ে রাত ৮টার দিকে বেজুড়া গ্রামে প্রবেশ করে। দক্ষিণ বেজুড়া গ্রামের লোকজন রাতের বেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামীকে রাতের বেলায় মহড়া দিয়ে প্রবেশ করতে বারণ করে। এতে বেনু মিয়ার নেতৃত্বে ধারলো অস্ত্রে সজ্জিত দুর্ধর্ষ বাহিনী গ্রামবাসীদের ওপর অর্তকিত হামলা করে। এতে জিল্লু মিয়ার স্ত্রী ছুকেরা বেগম (৪৫), মোবারক মিয়ার ছেলে আক্কাছ মিয়া, (৩২), রিপন মিয়া (৪৩), বাবুল মিয়ার ছেলে ইকবাল মিয়া (৪৫) ও কাছামনার ছেলে বোরহান মিয়া (৪০) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরজমিন গিয়ে দেখা গেছে হামলাকারীরা ইকবাল মিয়ার বাড়ীতে রাখা (ঢাকা মেট্রো চ -১৩- ৪৭৫১) একটি মাইক্রোবাস ও একটি সিএনজি ভেঙ্গে দেয়। এ সময় জিতু মিয়ার দোকানঘর লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলার নেতৃত্বদানকারী বেনু মিয়া ঢাকা মিরপুর মডেল থানায় রুজু হওয়া ৩৬/৩৯৬ এর আসামী এবং রামপুর থানায় গত ৪ নভেম্বর রুজু হওয়া ০৬/২০৬ এর এজাহার নামীয় পলাতক আসামী। তাছড়া ওই বেনু মিয়ার বিরুদ্ধে আশ্রব উদ্দিন হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply