আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ কুতবে আলম সৈয়দ হোসাইন আহমদ মাদানী (রহ.) এর সাহেবজাদা ও আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ আল মাদানী দাঃবাঃ বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু মুমিন হলেই হবে না, মহান আল্লাহকে ভয় করতে হবে। গতকাল রবিবার সকাল ১০ টায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইন্তে জামিয়া কমিটির সভাপতি শায়খ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফী এবং যুগ্ম সম্পাদক শায়খ সিরাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় সীরাতুন্নবী ( সা.) মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুহাম্মদ (সা.)কে ভালোবাসতে হবে। যে যাকে ভালোবাসে তার কথা মানতে হবে। দুনিয়া-আখিরাতে শান্তি পেতে হলে অবশ্য মুহাম্মদ (সা.) এর আদর্শ মেনে চলতে হবে। বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান, শায়খুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, শায়খুল হাদিস আমিরুল ইসলাম,প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা মাহমুদ শোয়েব রাজা, মাওলানা আব্দুল অলি, মাওলানা শাহ খলিল আহমদ, মাওলানা নাসির উদ্দিন সৌরভ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল আহমদ, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ তাওহীদুল ইসলাম ও হাফেজ সুহাইল আহমদসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
Leave a Reply