স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসাইন গত ৫ই নভেম্বর দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন। হবিগঞ্জ শহরে গোসাইপুর এলাকার বাসিন্দা সৈয়দ আলীর ছেলে মো. রহিম মিয়া মামলাটি দায়ের করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবির চন্দ্র সরকার তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য রোববার আদালতে আবেদন করলে আসামির উপস্থিতিতে শুনানি শেষে বিচারক গ্রেপ্তারের আদেশ দিয়েছেন। ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ঠা আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলারও আসামি আতাউর রহমান। পরে গত মঙ্গলবার বিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ ও ৯ রাজধানীর ধানমণ্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন মোস্তাক হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে ১৯শে সেপ্টেম্বর একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিপন শীল হত্যা মামলায়ও সেলিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
Leave a Reply