আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট রাজারহাটির বাসিন্দা মোঃ রাসেল মিয়া (৪৫) এর মালিকাধীন ডায়না গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। গত রবিবার গভীররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের বিরট রাজারহাটি গ্রামের বাসিন্দা মোঃ রাসেল মিয়া (৪৫) গত একবছর আগে হবিগঞ্জ থেকে কিস্তিতে একটি ডায়না গাড়ি নিয়ে আসে। ওই গাড়িটি চালিয়ে সে পরিবারের জীবিকা নির্বাহ তথা ভরণপোষণ করে আসছিল। গত রবিবার রাতে ওই গাড়ির মালিক ও চালক রাসেল মিয়া প্রতিদিনের মত বাড়ির আঙ্গিনায় গাড়ি তালাবদ্ধ করে ঘুমাতে যায়। পরদিন অর্থাৎ গতকাল সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় গাড়ির চাকা, সীট সহ ইঞ্জিনের একাংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধলক্ষ টাকা। ধারণা করা হচ্ছে গভীররাতে কে বা কারা শত্রুতাবশত তার গাড়িতে অগ্নিসংযোগ করেছে। একমাত্র উপার্জনের মাধ্যম ওই গাড়িটির এহেন কর্মকান্ডে বাকরুদ্ধ হয়ে পড়েছে গাড়ির মালিক ও চালক রাসেল। সে জানায়, জানামতে আমার কোন শত্রু থাকার কথা নয়। কিন্তু কে বা কারা এহেন গর্হিত কাজ করতে পারে তা তার জানা নেই। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply