মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হল রসুলপুর গ্রামের কামাল মিয়া (২৮), সুমন মিয়া (২৬) ও রুকু মিয়া (২৭)। রোববার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২০ নভেম্বর রাতে রসুলপুর গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গতকাল রবিবার ভোররাতে জগদীশপুর তেমুনিয়ায় একটি চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় পুলিশ কামাল মিয়া ও সুমন মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে রুকু মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার মামলায় ধৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply