আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পিছনের অংশের সরকারি ভূমি থেকে রাতের আঁধারে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়ার ইট ভাটায়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে এমন কার্যক্রম। এতে অকাল বন্যা ও ভাঙনের হুমকির মুখে রয়েছে সরকারের আশ্রয়ন প্রকল্প। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া বলেন, তিনি ওই স্থান থেকে এক কেজি মাটিও কাটেননি। গতবছর ওইস্থানে বালু রেখেছিলেন সেটা কেটেছে? সেটিই আনবেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাকাইলছেও আব্দুল হেকিম ভূইয়া হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর। তার পিছনে সরকারি ভূমি থেকে রাতের আঁধারে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করে নিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়ার ইট ভাটায়। এছাড়া গর্তের তীরে আরো মাটি কেটে রেখেছেন। তা যে কোন মুহুর্তে নিবেন। এভাবে মাটি কাটার ফলে অতি বর্ষনে বৃষ্টি ও অকাল বন্যায় আশ্রয়ন প্রকল্পের ঘর ধসে পরার আশংকায় রয়েছে সেখানকার বাসিন্দারা।
স্থানীয়দের সাথে আলাপকালে তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূইয়া সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে নিয়েছে। তিনি এলাকার প্রভাবশালী লোক তার বিরুদ্ধে কেউ কোন কথা বললে তাকে নানান ধরনের হয়রানি শিকার হতে হয়। আশ্রয়ন প্রকল্পের ১৩ নম্বর ঘরের বাসিন্ধা ৮০ বছরের বৃদ্ধা সাহেরা খাতুন বলেন, সারারাত মেশিনের শব্দে ঘুমাতে পারিনি। সারারাত মেশিন দিয়ে মাটি কেটেছে। আমরা ভয়ে বাঁধা দেইনি। স্থানীয় নেতৃবৃন্দরা জানান, উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাতেই মাটি কাটার সংবাদ জানালেও তারা কেন ধরনের পদক্ষেপ গ্রহন করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, রাতে একজন জানিয়েছেন নদীর তীর থেকে মাটি কাটা হচ্ছে।
Leave a Reply