মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

লাখাইয়ে যুবলীগ নেতা সরকারি খালে বাড়ি নির্মাণ অতঃপর বিক্রি

লাখাইয়ে যুবলীগ নেতা সরকারি খালে বাড়ি নির্মাণ অতঃপর বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করেছেন যুবলীগ নেতা। দলীয় প্রভাব খাটিয়ে ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন অন্তত ২ কেদার (৬০ শতাংশ) জমি। হাতিয়ে নিয়েছেন প্রায় ১ কোটি টাকা। সরকারি এ খালটি ভরাট করায় এলাকার বাড়িঘরের পানি চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সেচ সংকটে পড়েছে প্রায় ৫শ’ একর জমি। এ অবস্থায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য বাহার মিয়া সরকারি জমি দখলের কথা স্বীকার করে বলেন, এটি খাল নয়। এটি ভিপি (অর্পিত) সম্পত্তি। এখানে অনেকেই দখল জায়গা দখল করেছে। আমারও আছে। আমরা অবমুক্ত করানোর জন্য মামলা করেছি। দখল না থাকলেতো অবমুক্ত করা যাবে না। জমি বিক্রি করার কথা তিনি অস্বীকার করেন। এ বিষয়ে মুড়াকড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল বলেন, সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করেছে কয়েকজন। ফলে বেশ কিছু বাড়ির পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি। আর তাছাড়া এটি আইনী পদক্ষেপ নিলে ভালো হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা বলেন, আমি বিষয়টি খবর নিয়ে দেখছি। সরকারি খাল দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী জানান, ওই উপজেলার মুড়াকড়ি বাজার থেকে মুড়াকড়ি উত্তর গ্রামের ঈদগাহের কাঁচা রাস্তার পাশের সরকারি খালটি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মাটি ভরাট করে দখল করেন যুবলীগ নেতা সাবেক ইউপি মেম্বার বাহার মিয়া ও তার ভাই মাহফুজ মিয়া। সরকারি দলের প্রভাব খাটিয়ে খালটির ৬০ শতাংশ জমি তারা দখল করে নেন। এসব জমি ১ লাখ ৫০ হাজার টাকা শতাংশ হিসেবে তারা বিক্রি করে হাতিয়ে নেন প্রায় ১ কোটি টাকা। কোথাও আবার বাড়ি নির্মাণ করে তা বিক্রি করেছেন। গত ১০ বছরে তারা এসব জমি দখল করে বিক্রি করেছেন। খালটি ভরাট করে বিক্রি করে দেয়ায় গ্রামের বাড়িঘরের পানি নিষ্কাশন হচ্ছেনা। জলাবদ্ধতা সৃষ্টি হয় বিভিন্ন স্থানে। আবার খালের উপর নির্ভরশীল ৫শ’ একর জমির সেচ সংকট দেখা দিয়েছে। ফলে ফসল উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত খালটি উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com