বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই মাধবপুরে ভাবি ভাতিজিসহ তিনজনকে হত্যার দায়ে তাহেরের মৃত্যুদন্ড বাংলাদেশেও বন্যা ঘটতে পারে বিশেষজ্ঞদের শঙ্কা উজানে বন্যার প্রতিধ্বনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে দুদকের গণশুনানি শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি গিলাফ চড়ানোর মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ)-এর ওরস শুরু ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেপ্তার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দু’জনের কারাদণ্ড
৫০০ সোলার স্ট্রিট লাইটের অর্ধেকই অকেজো, চুরি হচ্ছে খুঁটি-ব্যাটারি

৫০০ সোলার স্ট্রিট লাইটের অর্ধেকই অকেজো, চুরি হচ্ছে খুঁটি-ব্যাটারি

চুনারুঘাট  প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গ্রামীণ জনপথ আলোকিত করতে ৫০০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। তখন স্ট্রিট লাইট স্থাপনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এছাড়া স্ট্রিট লাইট রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ইটকল তাদের দায়িত্বে চরম অবহেলা করে। ফলে কিছু দিন যেতে না যেতেই অর্ধেকের বেশি স্ট্রিট লাইট নষ্ট হয়ে যায়। চুরি হয়ে যাচ্ছে স্টিলের খুঁটি, ব্যাটারি, সোলার প্যানেলসহ দামি দামি যন্ত্রপাতি। চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের কারিখা ও টিআর প্রকল্পের আওতায় চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। প্রতিটি সোলার স্ট্রিট লাইট বসানো বাবদ সরকারের খরচ হয় ৫৬ হাজার টাকা। মোট খরচ হয় ২ কোটি ৮০ লাখ টাকা। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র রক্ষণাবেক্ষণ ও তদারকির কারণের সরকারের কোটি টাকার প্রকল্প ভেস্তে যাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) নুর মামুন বলেন, ‘আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। আমি আসার আগেই এ প্রকল্পের কাজ শেষ হয়। সোলার প্যানেলের ওপর ধুলাবালি, ময়লা পড়াসহ ছায়াযুক্ত স্থানে অধিকাংশ লাইট স্থাপন করায় ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ না হওয়ায় অনেক স্ট্রিট লাইট নষ্ট হয়ে পড়ে আছে। সরকারিভাবে কোনো অর্থ বরাদ্দ না থাকায় নষ্ট হওয়া লাইট মেরামত করা যাচ্ছে না।’ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘কম্পানির সঙ্গে বার বার যোগাযোগ করা হচ্ছে। তারা আসলেই মেরামতের কাজ হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com