স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর যুবলীগ আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও তার দুই সহযোগীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। গ্রেপ্তার হাবিব নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের আখলিছ মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান। একই সঙ্গে গ্রেপ্তার তার দুই সহযোগী হলেন- উপজেলার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) ও আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসনাত (২১)। পুলিশ জানায়, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লুৎফুর রহমানসহ পুলিশ সদস্যরা তামাবিল সড়কে অভিযান চালায়। সেখানে একটি কালো রঙের প্রাইভেটকার যোগে যাওয়ার পথে তিন বোতল বিদেশি মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য দেন। তিনি জানান, হাবিবের বিরুদ্ধে তার এলাকায় চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। মাদকদ্রব্য ও প্রাইভেটকারসহ তিনি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদের সিলেট আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply