বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আলু ক্ষেতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আমিন আলী নামের একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দাফৌজদা গ্রামে। জানা যায়, আব্দাফৌজদা গ্রামের কালু মিয়ার ছেলে মোঃ আমিন আলী আলু ক্ষেতে পানি সেচ দিচ্ছিলো। এ সময় কটু মিয়ার ছেলে সিজিল মিয়ার কিছু ধানের খড় ভিজে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১২টার দিকে সিজিল মিয়া, মুস্তাফিজুর রহমান ও নাহিদ মিয়াসহ ১০/১২ জন আমিন আলী ও তার লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমিন আলী, পারভেজ, পাবেল মিয়া ও কালু মিয়াসহ ৭ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আমিন আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে পারভেজ, পাবেল মিয়া ও কালু মিয়াসহ ৬ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply