স্টফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের নাছির উদ্দিনের মেয়ে রুবিনা আক্তার সেফালীকে গত ২০২৩ সালে ২৫ আগস্ট স্কুল থেকে যাবার পথে একই আলাউদ্দিনের পুত্র সালাউদ্দিন জোড়পূর্বক তুলে নিয়ে ধষর্ণ করে এ ঘটনা শেফালীর মা বাদী হয়ে মাধবপুর থানায় দর্শনের মামলা দয়ের করে পরে সুকৌশলে বিষয়টি সমাধান করে শেফালীকে বিয়ে করে জামিনে মুক্তি পায়। কিন্তু এরপর তার আসল রূপ ধরা পরে শেফালীকে নিযার্তন করে মেরে ফেলে এ ঘটনায় শেফালীর ভাই হৃদয় বাদী হয়ে হবিগঞ্জে নারী শিশু নিযাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতে মামলা দায়ের করলে মামলাটি এফআইআর হয়। এরপর থেকে সালাউদ্দিন ও তার লোকজন বাদী ও স্বাক্ষীগণকে মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে শুধু তাই নয় বাদী বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে তাদের অত্যাচারে বাদী তার মাকে নিয়ে সুলতানপুর গ্রামে মেম্বার আবুতাহের বাড়িতে আশ্রয় নেয়। বাদীর অভিযোগ মামলার তদন্তকারী কর্মকতাকে বারবার অবগত করার পরেও আসামির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করছে। এতে বাদী ও স্বাক্ষীর নিরাপত্তাহীনতা রয়েছেন। তাই মামলাটি অন্য তদন্তকারী কর্মকতাকে হস্তান্তরসহ আসামিদের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন বাদী।
Leave a Reply