স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চাদাঁ না দেওয়ার সিএনজি চালক ও গরু ব্যবসায়ীকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। মামলার বিবরণের জানা যায়, উপজেলার ১নং ওয়াড পূর্ব মাধপুর গ্রামের সিএনজি চালক আরশ মিয়া ওরসে স্বপন সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মাধবপুর পৌর বিএনপি সাংগঠনিক ফারুক রানা ও যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং রুবেলসহ কয়েকজন লোক তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এতে স্বপন অনিহা প্রকাশ করলে গত ২৫ অক্টোবর সন্ধ্যায় বাবুল, ফারুক, রুবেলসহ ৯জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন মিয়র কুপিয়ে ক্ষতবিক্ষত করে আরশ মিয়াকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মামলা দায়ে করলে এ মামলাটি এফআইআর গণ্যে রুজু হয়। কিন্তু তারপরেও উল্লেখিতরা ক্ষান্ত হয়নি তারা। এমনকি প্রভাবশালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অপর দিকে সুরত মিয়ার ছেলে গরু ব্যবসায়ী মান্না মিয়ার নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় ১০ নভেম্বর মাধবপুর কিবরিয়া যাত্রী ছাউনি নিকট মান্নাকে পিটিয়ে আহত করে এবং তার কাছ থেকে গাভি ও ষাড় নিয়ে যায়। এ ঘটনায় মান্নার পিতা সুরত মিয়া হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করলে বিচার মামলাটি আমলে নিয়ে গরু উদ্ধারসহ আগামী ৮ জানুয়ারীর মধ্যে প্রতিবেদন দিতে পিবিআই-কে নির্দেশ প্রদান করেন। মামলা দায়ের করার পর থেকেই বাদীকে হুমকি ধামকি দিচ্ছে তারা। এ নিয়ে বাদীরা শঙ্খিত অবস্থায় রয়েছেন।
Leave a Reply