শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
আজমিরীগঞ্জে আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা

আজমিরীগঞ্জে আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ পল্লীকবি জসীম উদ্দীনের ‘ধানক্ষেত’ কবিতায় চিত্রিত হয়েছে মাঠজুড়ে পাঁকা ধান ক্ষেতের দৃশ্য। তিনি লিখেছেন- ‘পথের কিনারে মোর ধানক্ষেত, সবুজ পাতার পরে, সোনার ছড়ায় হেমন্তরানী সোনা হাসিখানি ধরে। মাঝে মাঝে এর পাকিয়েছে ধান, কোন খানে পাকে নাই, সবুজ শাড়ি অঞ্চলে যেন ছোপ লাগিয়েছে তাই।’
আজমিরীগঞ্জ উপজেলার ফসলের মাঠজুড়ে এখন তেমন দৃশ্য। সেখানে কৃষকের ফলানো ধানের ছড়াছড়ি। রোপা আমন ধানের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক, ব্যস্ত কৃষাণী। দিগন্তজোড়া মাঠ সেজেছে সোনালী-হলুদ ধানের রঙে। ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন কৃষকরা। ব্যস্ত হয়ে পড়েছেন কৃষাণী এবং তাদের পরিবারের ছোট-ছেলেমেয়েরাও। ধান নিয়ে তারা মেতেছেন এক অন্যরকম আনন্দ উৎসবে। কৃষাণী বাড়ির আঙিনায় ধান শুকাতে তা গোবর-মাটি দিয়ে প্রস্তুত করছেন। ধান মাড়াইয়ের পর কৃষাণী রোদে শুকাচ্ছেন। রাত জেগে ধান সিদ্ধ করছেন। দিনে আবার সিদ্ধ ধান রোদে শুকাচ্ছেন। যেন দম ফেলার সময় নেই কৃষক-কৃষাণীর।
কীভাবে দম ফেলবেন? এই ধান বিক্রির পর যে কৃষাণীর গায়ে উঠবে নতুন শাড়ি, শিশুরা পাবে ভালো মানের খাবার, রঙিন জামা। কৃষাণ-কৃষাণীর বাড়ি বাড়ি শুরু হবে পিঠা-পায়েস, ক্ষির, ফিরনি ও নানা রকমের খাবারের মহোৎসব। নতুন জামাইয়ের আগমনে মুখরিত হয়ে উঠবে শ্বশুরালয়।
জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের তদারকির কারণে চলতি রোপা আমন মৌসুমে আজমিরীগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। আমন ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃষকদের চাষের প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। তবে চলতি মৌসুমে উচ্চ ফলন ও হাইব্রিড ধান আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করার অন্যতম কারণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার ৮১০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে চারদিকে আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে সোনার ধান দেখে হাসি ফুতেছে কৃষকের মুখে। দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষকরা। সকালে কাঁচি হাতে বের হয়ে ধান কাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন কৃষক। কাটা ধান জমিতেই বিছিয়ে রাখছেন। ধান শুকানোর পর ধান ভাঙার মেশিন দিয়ে তা মাড়াই করছেন। আবার কেউ কেউ ধান কাটার মেশিন দিয়ে ধান কাটছে। মনের আনন্দে কৃষাণী সেই ধান ঘরে তুলছেন।
এবার আমনের ফলন রেকর্ড ছাড়াবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা। উপজেলার কৃষকরা জানান, এবার রোপা আমনের বাম্পার ফলনে তারা বেজায় খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফে আল মঈজ জানান, এ বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ৭৮১০ হেক্টর। তবে এবার এর চেয়ে বেশি ফলন হয়েছে। সময়মতো সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ, মাঠ পর্যায়ে তদারকি, কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে। বাজারে ধানের দাম ভালো। এভাবে ধানের দাম থাকলে আজমিরীগঞ্জের কৃষকরা অনেক লাভবান হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com