সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

শেষ হলো দক্ষিণ কোরিয়ার ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের হবিগঞ্জ সফর

শেষ হলো দক্ষিণ কোরিয়ার ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের হবিগঞ্জ সফর

স্টাফ রিপোর্টার ॥ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ কোরিয়ার ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের ৩ দিনব্যাপী হবিগঞ্জ সফর। সকাল ৯ টা হতে হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। সফরকারী দলের অভিজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন। সারাদিনে ২৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার ২৯৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন ও জেলা শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। অনুষ্ঠান পরিচালনা করেন ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে সফরকারী দলের সবাইকে ধন্যবাদ জানান। ডাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন কর্মসূচীতে সহযোগিতা করার জন্য হবিগঞ্জ পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি সফরকারী দলের সবাইকে উপহার প্রদান করেন। পক্ষান্তরে ডাহাম পরিচালকও প্রধান অতিথির হাতে উপহার তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com