মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে শীতকালীন সবজী চাষে লাভবান দুবাই প্রবাসী আব্দুল হান্নান

চুনারুঘাটে শীতকালীন সবজী চাষে লাভবান দুবাই প্রবাসী আব্দুল হান্নান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে শীতকালীন বিভিন্ন জাতের সবজী চাষে লাভবান দুবাই ফেরত প্রবাসী আব্দুল হান্নান। এতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলায় এ শীতকালীন সবজী চাষ করা হয়েছে। আবহাওয়া ও পরিবেশ অনুকুলে থাকলে এ সকল সবজী বাজারে বিক্রি করে বেশ লাভবান হবেন কৃষকরা।
উপজেলার দেওয়রগাছ ইউনিয়নের চান্দপুরর চা বাগানের প্রতিত জমি ইজারা নিয়ে প্রায় ১০-১৫ একর জমিতে শশা, টমেটো, লাউ চাষ করা হয়েছে। এ ফসল চাষ করে ব্যাপক সারা ফেলেছেন স্থানীয় কৃষক দুবাই প্রবাসী আব্দুল হান্নান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার চলতি বছরের ফসলের সাক সবজী আবাদে লক্ষ্য মাত্রা ৩১২৫ হেক্টর এর মধ্যে ১৯৬০ হেক্টর প্রতিত জমিতে চাষ করা হয়। এতে সবাই আসা করছেন দেশে সবজির দাম অনেকটাই কমবে। আগামী বছর এ আবাদের পরিমাণ ও উৎপাদন আরোও বৃদ্ধি পাবে।
কৃষক আব্দুল হান্নান বলেন, কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের বীজ এবং চারা পেয়ে তাদের পরামর্শে এ চাষ করে লাভবান হয়েছি, পরবর্তীতে আরো জমিতে এ চাষ করবো। আমার জমিতে প্রায় ৩০-৩৫ জন বেকার চা শ্রমীক নারী পুরুষ মিলে কাজ করে।
উপ-সহকারি কৃষি অফিসার বলেন, কৃষক আব্দুল হান্নান একজন সফল কৃষক তিনি আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে শীত কালীন সবজী অবাদ শুরু করেন। আমরা তাকে সব সময় জৈব সার ও পুকা মাকর দমনের জন্য ফরেুমিন ফাদ হলুদ ফাদ ও অঠালো ফাদ ব্যবিহারে পরামর্শ দিয়ে থাকি। উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ চাষ করা হয়েছে। এ চাষে ফসল করে ব্যাপক লাভবান হতে পারবেন কৃষকরা।
চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার বলেন, চুনারুঘাট উপজেলার চলতি বছরের ফসলের সাক সবজী আবাদে লক্ষ্য মাত্রার বেশি শীতকালীন  বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়। চুনারুঘাট উপজেলার দেওয়রগাছ ইউনিয়নের দুবাই ফেরত প্রবাসী আব্দুল হান্নান প্রায় ১৫ থেকে ২০ একর প্রতিত জমিতে সবজী অবাদ করে লাভবান হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com