বাহুবল প্রতিনিধি ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাহুবলেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আরজু মিয়ার সভাপতিত্বে ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মিয়া মোঃ সিজিল, বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রভাষক রেবেকা ইয়াসমিন জলি ও শারমিন আক্তার সুমি এবং বাহুবল কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য সুজন আহমেদ প্রমুখ।
Leave a Reply