নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ বাজারে কয়েকদিন ধরে বোতলজাত সয়াবিন তেল এর সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বদলপুরের পাহাড়পুরবাজার, জলসুখাবাজার, কাকাইলছেওয়ের চৌধুরীবাজার ও শিবপাশার সবুজগঞ্জ বাজারেও দেখা দিয়েছে সংকট। এদিকে সংকটের মধ্যেই গত সোমবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়। এই খবরে আজমিরীগঞ্জে দেখে মেলে বোতলজাত সয়াবিন তেলের। অথচ গত কয়েকদিনে সয়াবিন তেল পাওয়াই যাচ্ছিল না। গত সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে দাম বৃদ্ধির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এক ঘণ্টাও অতিবাহিত হয়নি। আজমিরীগঞ্জ বাজারে দেখে গেছে বোতলজাত সয়াবিন তেল। দোকান গুলোতে পশরা সাজানো হয়েছে বোতলজাত ফ্রেশ-তীর-পুষ্টির সয়াবিন তেলের বোতল।
Leave a Reply