নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবির রঞ্জন তালুকদার। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বরের ১ম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন, ২য় প্রহরে আনন্দমেলা মৃৎ শিল্পীদের জন্য স্টলের আয়োজন। যারা স্টল দিতে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। এই প্রথম কুচকাওয়াজ বিহীন স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে ও খেলাধুলায় অংশগ্রহণ বিহীন ভিন্ন আঙ্গিকে বিজয় দিবস উদযাপন করা হবে বলে সিদ্ধান্ত হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুুলিশ প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি স্থানীয় গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply