স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ শাহীন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারি পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গতকাল রবিবার দুপুর সোয়া ১ টার দিকে র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply