স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দারাগাঁও এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। বালুবাহী ট্রাক ও ট্রাক্টরের অবাধ চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট ও পুল-কালভার্ট। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।
চুনারুঘাটের উত্তর-পূর্ব সীমান্ত এলাকার দারাগাঁও থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছে। জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে এই বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
বাহুবল উপজেলার কামাইছড়া মিরপুর-শ্রীমঙ্গল আন্তঃমহাসড়কের পাশে বালুর ডিপো করে রাখা হচ্ছে। এখান থেকেই জেলার বিভিন্ন স্থানে বালু বিক্রি করা হচ্ছে। যা ভারী ট্রাক দিয়ে পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে।
দেশের পটপরিবর্তনের পরও অপ্রতিরোদ্ধ গতিতে চলছে বালু উত্তোলন ও পরিবহন। সরজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দারাগাঁও এলাকা থেকে দীর্ঘ দিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মশরফ আলী কাওসার, রমজান আলী ,মরতুজ, নুরুল হ্ক ,তাজুল ও আজিজ নামের কয়েকজন বালু উত্তোলন ও বিক্রির সাথে জড়িত। বালু খেকোদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলেও কর্ণপাত করছে না স্থানীয় প্রশাসন। এদিকে মিরপুর-শ্রীমঙ্গল আন্তঃমহাসড়কের পাশে বালু ডিপো করার ব্যাপারে বালু উত্তোলন কারী কাওসার জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই ডিপো করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply