স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক বই না আসায় আংশিক বই বিতরণের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার উৎসব ছাড়াই উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটি শ্রেণির বই বিতরণ করা হয়েছে। পাশাপাশি পাঠ দান শুরু হয় বিদ্যালয় গুলোতে। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক আবার কোথাও অনানুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ে বই বিতরণ ও পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি বিদ্যালয় নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। তবে নতুন বই এখনও এসে পৌঁছায়নি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে কচিকাঁচা শিক্ষার্থীদের অনেককেই মনক্ষুন্ন হতে হয়েছে। যা এসে পৌঁছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মাধবপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল ইসলাম জানান, ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে আংশিক বই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার সকল কিন্ডার গার্টেন গুলোতে বিতরণ করা হবে। বাকী বই গুলো জানুয়ারি মাসের মধ্যে সবার হাতে সকল বই পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সাইফুল ইসলাম জানান, আমরা এখনও বই পায়নি। আগামীকাল হয়তো কিছু বই দিবে আমাদেরকে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, গতকাল বিকালে উপজেলা সদরে আংশিক বই এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলায় আংশিক বই বিতরণ করা যাবে।
Leave a Reply