মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ব্রিজে লোহার গেট দিয়ে সরকারি রাস্তার দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) নামে এক মহিলার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ উঠেছে।
সরকারি রাস্তায় এমন প্রতিবন্ধকতা তৈরির প্রতিবাদ ও লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না স্থানীয়রা। এলাকাবসীর পক্ষে শেখ মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও পাননি কোন সমাধান।
জানা যায়, আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার সরকারি রাস্তাটি দিয়ে ওই গ্রামের হাজার হাজার মানুষের চলাচল। সরকারিভাবে একটি ব্রিজও নির্মাণ করা হয়েছে। রিনা বেগম স্বত্ব মামলার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে রাস্তাটি দখল করে আসছেন। কয়েক মাস ধরে তিনি ব্রিজটিতে লোহার গেইট তৈরি করে চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টি করেছেন। এতে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কেউ প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হচ্ছেন। ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। দ্রুতই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply