নিজস্ব প্রতিনিধি ॥ সীমান্ত উপজেলা চুনারুঘাটে অপরাধের ধরণ পাল্টে গেছে। দিনরাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে বালু পরিবহনের ড্রাম ট্রাকে করে চোরাই পণ্য পাচার হওয়ার অভিযোগ উঠেছে। বৈধ অবৈধ বালু খেকোরা উপজেলার সর্বত্র দিনে-রাতে বিভিন্ন সড়কে বালু পরিবহন করছে। এতে চুনারুঘাট-বাল্লা সড়কসহ আভ্যন্তরীণ বিভিন্ন সড়ক ভেঙ্গে যাচ্ছে। সৃষ্টি হয়ে থাকে চরম যানজটের। উপজেলার এমন কোন সড়ক নেই যেখানে যানজটের তীব্রতা নেই। উপজেলা প্রশাসনের এ বিষয়ে কার্যকর কোন উদ্যোগ নেই। সবচেয়ে আশ্চ্যর্যজনক ঘটনা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে বালুবাহী ড্রাম ট্রাকে বালুর নীচে মাদকসহ ভারতীয় অবৈধ চোরাই পণ্য পাচার করা হচ্ছে। বিশেষ করে সড়কে জনচলাচল কমে যাওয়ার পরেই এই অবৈধ কাজ নির্বিঘ্নে চলছে বলে অনেকেই এ প্রতিনিধিকে বলেছেন। শক্তিশালী সিন্ডিকেটের ভয়ে টুশব্দ করার সাহস পাচ্ছেন না কেউ। পুলিশ যে এই বিষয়টা জানেন না, তা নয়। যা হচ্ছে তা সব দিক ম্যানেজ করেই চলছে বলে অভিযোগ অনেকের। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, র্যাব যদি বিষয়টি নজরদারীতে নিয়ে আসে তাহলে হয়ত ঘটনাটি প্রকাশ্যে চলে আসতে পারে। এছাড়া উপজেলা জুড়ে চুরি, ডাকাতি, খুনসহ নানা রকম অপরাধ ঘটিত হচ্ছে অহরহ। চুনারুঘাট থানা পুলিশের উপর থেকে দিন দিন জনসাধারণ আস্থা হারাচ্ছেন। নবাগত ওসি নূর আলমের প্রতিও অভিযোগের তীর ধাবিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে জেলা পুলিশের নজর আকর্ষণ করছেন সচেতন মহল।
Leave a Reply