স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম দিন গতকাল বুধবার দাপ্তরিক কাজে হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবদুল জব্বার চৌধুরী (৩০)। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল তাঁকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপহৃত আবদুল জব্বার চৌধুরী সিটি ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় কর্মরত ছিলেন। পুলিশ ও অপহৃত ব্যাংক কর্মকর্তার পরিবার সূত্রে জানা গেছে, আবদুল জব্বার চৌধুরী হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। গত বুধবার সকাল নয়টায় অফিসের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। তিনি ওই দিন বেলা একটা পর্যন্ত যথারীতি অফিস করেন। এরপর তিনি অফিসের কাজে শহরের আমির-চান্দ কমপ্লেক্সে অবস্থিত সিটি ব্যাংকের কার্যালয় থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে যান। এর পর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাচ্ছিলেন স্বজনরা। গতকাল বিকেল চারটার দিকে ওই ব্যাংক কর্মকর্তার মুঠোফোন থেকে তাঁর স্ত্রীর মুঠোফোন নম্বরে একটি খুদে বার্তা আসে। তাতে জানানো হয়, আবদুল জব্বারকে অপহরণ করা হয়েছে। তাঁর মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এরপরই ওই ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে ঘটনাটি সদর থানা-পুলিশকে জানানো হয়। পাশাপাশি থানায় একটি জিডি করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। শীঘ্রই এ ঘটনার রহস্য উন্মোচ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply