মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে এই জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। যারা সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply