মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের গুমিটিয়া গ্রামে আছমা আক্তার (৩২) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে গুমুটিয়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। খবর পেয়ে থানার এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে আছমা রাতের খাবার খেয়ে তার শিশু সন্তানকে নিয়ে রুমে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply