মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া (৮) নামে এক শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার মানিকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আহত শিশু সাদিয়া (৮) উপজেলার সুন্দরপুর গ্রামের ভাড়াটিয়া রুবেল মিয়ার মেয়ে। সে তার মা ও নানীর সাথে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ফেরার পথে মহাসড়ক পারাপার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সাদিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী কলে হাসপাতালে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে বাসটি থানার হেফাজতে নেয়া হয়েছে।
Leave a Reply