স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, ১৬ বছরের আওয়ামী দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটিই একমাত্র নজির। সর্বত্র দুর্নীতি আর লুটপাটে ছেয়ে গিয়েছিল। শুধু দেশে নয়, বিদেশেও দুর্নীতিতে ধরা পড়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে। যে দেশে দুর্নীতির কোন সুযোগ নেই, সেই বৃটিশ সরকারের মন্ত্রী হয়েও তিনি দুর্নীতি করেছেন। এটির তদন্ত শুরু হয়েছে। এতে বুঝা যায় শেখ হাসিনার পরিবার বাংলাদেশের জন্য একটি কলঙ্কের নাম। তারা বিশ^জুড়ে বাংলাদেশের জন্য শুধু দুর্নাম কামাই করছে। এমন কলঙ্কজনক পরিবারের হাত থেকে আল্লাহ্ আমাদের রক্ষা করেছেন। এবার আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত সুন্দর সমাজব্যব¯’া গড়তে চাই। সবার জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার রাতে বানিয়াচং উপজেলার পুকড়া বাজারে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
পুকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজু মিয়ার সভাপতিত্বে ও এমদাদুল হক চৌধুরী লিটনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান সওদাগর, কোহিনুর আলম, আমিনুল ইসলাম বাবুল, এমদাদুল হক ইমরান, রুবেল আহমেদ চৌধুরী, মোস্তাক আহমেদ, খালেদ মিয়া, মহিবুর রহমান বাবলু, সালাহ উদ্দিন ফারুক, নাজমুল ইসলাম, ইয়াজ উদ্দিন রাসেল, আবুল হাসান, মোবাশি^র আহমেদ মজনু, আব্দুল মালেক, আব্দুল মান্নান, বাহা উদ্দিন, আব্দুর রহিম, আব্দুস সামাদ, মাওলানা লুৎফুর রহমান প্রমূখ।
Leave a Reply