শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের আনারস যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তদবীরে পার পেয়ে যাবার অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে লাখাইর যুবলীগ নেতা নোমান বিদ্যুৎস্পৃষ্টে গরু মৃত্যুর ঘটনায় কৃষককে ১ লাখ টাকা সহায়তা দিল পল্লী বিদ্যুৎ পৃথক অভিযানে ১২ লাখ টাকার চোরাইপণ্যসহ ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি লাখাইয়ে পৃথক অভিযানে খুনের মামলার আসামী সহ গ্রেফতার ৩ মাচায় গ্রীষ্মকালীন নানা রঙের তরমুজ চাষে কৃষক আবারও বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশইন করল বিএসএফ হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন বাহুবলের মহাশয় বাজারে দুঃসাহসিক চুরি ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের চেয়ারম্যান রানাকে সিলেটে ‘গণপিটুনি’ পুলিশে দিল জনতা
চুনারুঘাটে স্বামী-সতীনের বিরুদ্ধে পাকিস্তানি তরুণীর মামলা

চুনারুঘাটে স্বামী-সতীনের বিরুদ্ধে পাকিস্তানি তরুণীর মামলা

স্টাফ রিপোর্টার ॥ মারধরের শিকার হয়ে ফিরে যাওয়ার এক বছর পর দ্বিতীয়বার চুনারুঘাটে এসে স্বামী ও সতীনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানি তরুণী মাহা বাজোয়া।
গত ৬ জানুয়ারি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করলে বিচারক কামরুল হাসান তা এফআইআরভুক্ত করার জন্য চুনারুঘাট থানা পুলিশকে আদেশ দেন।
দুবাইয়ে কাপড়ের ব্যবসায়ী মাহা বাজোয়া পাকিস্তানের লাহোরের গাজী রোডের পাঞ্জাব সোসাইটির বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে।
স্বামী চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের সফি উল্যা মজুমদারের ছেলে সাজ্জাদ হোসাইন মজুমদার ওরফে হিরা এবং দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তারকে এ মামলায় প্রধান আসামি করেছেন ওই পাকিস্তানি তরুণী। অন্য ১২ আসামি হলেন হিরার আত্মীয়-স্বজন এবং মাহা ও সোনিয়ার সাথে তার বিয়ের কাজীসহ জড়িতরা। মাহার অভিযোগ, দুবাইয়ের একটি ক্লাবে তাদের দুজনের পরিচয় ও প্রেম হয়। অনেকদিন প্রেমের পর ২০১৪ সালে লাহোরে ১০ লাখ পাকিস্তানি রুপি দেনমোহরে মাহাকে বিয়ে করেন হিরা। শর্ত থাকে হিরা মাহাকে তালাক দিতে চাইলে ২০ লাখ রুপি পরিশোধ করবেন এবং প্রতিমাসে আরও ৫০ হাজার রুপি ভরণ পোষণ দেবেন।
বিয়ের পর ২০১৮ সালে হিরা মাহাকে বাংলাদেশে নিয়ে আসেন ও পরে মাহা পাকিস্তান এবং হিরা দুবাইয়ে চলে যান। ২০১৯ সালে দুবাইয়ে নাসির উদ্দিন সেলিম নামে এক ব্যক্তির গাড়িচালকের চাকরি নেন হিরা। এর সুবাধে তার স্ত্রী সোনিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে ওই নারীকেও বাংলাদেশে এনে বিয়ে করেন এবং তারা সংসার করছেন। সোনিয়া সেলিমের স্ত্রী থাকা অবস্থায় হিরাকে অবৈধভাবে বিয়ে করেছেন উল্লেখ করে এই বিয়ের সাথে জড়িত সবার বিচার চেয়েছেন পাকিস্তানি মাহা বাজোয়া। মাহা জানান, তিনি হিরাসহ প্রতারণায় সাথে জড়িত সবার বিচার চেয়েছেন আদালতে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ ব্যাপারে বলেন, প্রাথমিক তদন্তে মাহার কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, এই মামলা দায়েরের আগে মাহা ২০২৩ সালের ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন। সেখানে স্বামী হিরার ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে দুটি মামলা এবং চুনারুঘাট থানায় মারপিটের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com