চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন সাংবাদিক খন্দকার আলাউদ্দিন। গতকাল বুধবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন ও প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ সুমন মিয়ার কাছ থেকে তিনি মনোনয়ন কিনেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এসএম সুলতান খান, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, মনিরুজ্জামান তাহের, মোঃ শাহজাহান প্রমূখ।
প্রসঙ্গ, চুনারুঘাট প্রেসক্লাবের তফসিলগুলো হল-চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি, মনোনয়নপত্র জমা ১৭ জানুয়ারী, মনোনয়ন যাচাই-বাছাই ১৮ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ জানুয়ারী, চূড়ান্ত তালিকা প্রকাশ ২১ জানুয়ারী এবং ভোট গ্রহণ আগামী ২৫ জানুয়ারী সকাল ১১টা থেকে দুপুর ১টায়।
Leave a Reply