স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাইক্রোবাসের চাপায় ইয়াছিন মিয়া (৯) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। নিহত ইয়াছিন শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং নসরতপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে মাদরাসা থেকে বের হয়ে মা এবং ছোট বোনের সঙ্গে বাড়ি ফিরছিল শিশু ইয়াছিন। মায়ের ডান হাতে ধরে ছিল ইয়াছিন আর বাম হাতে ছিল তার ছোট বোন। ঠিক তখনই হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ইয়াছিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পরই স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে গেছে।
Leave a Reply